News

আকর্ষণীয় ডিজাইনে Vivo Y200, হতে পারে কম বাজেটে সেরা ফোন

Vivo Y200, ভিভোর আপকামিং এই স্মার্টফোন আগামী মাসে লঞ্চ হবে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এই ফোন টি হতে পারে কম বাজেটে সেরা ফোন। দারুন সব ফিচার সহ আকর্ষণীয় ডিজাইনে ফোন টি বাজারে আসবে খুব শীঘ্রই। দ্যা টেক আউটলুক এর ফাঁস হওয়া ছবি ও স্পেক অনুযায়ী ফোনটি তে ৬.৬৭ ইঞ্চি এর একটি AMOLED প্যানেল থাকবে। এবং এই ডিসপ্লে টি 120Hz রিফ্রেশ রেট এ আসবে। ডিসপ্লে প্যানেলে টি হবে একটি ফুল HD+ রেজোলিউশন প্যানেল। ডিসপ্লে টি তে U টাইপ নচ থাকবে। স্মার্টফোনটি 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ বেস ভেরিয়েন্ট এ আসবে। এতে একটি 8GB ভার্চুয়াল র‍্যাম ও থাকবে ধারনা করা হচ্ছে।

ফোন টি ডুয়াল ক্যমেরা সেট-আপ এ আসবে, যার মেইন ক্যমেরা ৬৪ মেগাপিক্সেল এর একটি সেন্সর সাথে একটি ২ মেগাপিক্সেল এর পোট্রেইট সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে ১৬ মেগাপিক্সেল এর একটি ওয়াইড সেন্সর থাকবে। প্রসেসর হিসেবে ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন 4 জেন 1 চিপ দেওয়া হবে। ডিভাইসটিতে একটি 4,800mAh ব্যাটারি থাকবে, যাতে 44 ওয়াট ফাস্ট চার্জিং থাকবে । স্মার্টফোনটিতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

একনজরে দেখা নিন Vivo Y200 স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লে: 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে, ফুল HD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট।
  • প্রসেসর: Qualcomm Snapdragon 4 Gen 1 SoC।
  • RAM এবং ROM: 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB ভার্চুয়াল RAM।
  • OS: অ্যান্ড্রয়েড 13।
  • মেইন ক্যামেরা: 64MP+2MP, OIS ফিচার সহ।
  • সেলফি ক্যামেরা: 16MP।
  • ব্যাটারি: 4,800mAh, 44W দ্রুত চার্জিং।
  • সিকিউরিটি: ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
  • থিকনেস এবং ওজন: 7.69 মিমি; 190 গ্রাম।

সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখতে এখানে ক্লিক করুন।

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button