Newsবাংলা ব্লগ

বাজেট রেঞ্জের ফোন Xiaomi Redmi A2+ এখন বাংলাদেশে

দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজেট রেঞ্জের ফোন Xiaomi Redmi A2+ এখন বাংলাদেশে

২০২৩ সালের ২৪ শে মার্চ সর্বপ্রথম Xiaomi Redmi A2+ গ্লোবাল স্মার্টফোন মার্কেটে আসে। একই সাথে এসেছিল Xiaomi Redmi A2 স্মার্টফোনটি। মার্চ মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হলেও বাংলাদেশের বাজারে দীর্ঘ ৭ মাস পর অফিসিয়ালি লঞ্চ হয়। শাওমি ব্রান্ডটি স্মার্টফোনটিকে “ভরসার Redmi এখন সবার” শ্লোগান এর সাথে লঞ্চ করেছে। এবার আমাদের দেখার বিষয় হলো আসলেই Redmi A2+ ফোনটি সবার ভরসার জায়াগা অর্জন করতে পারে কি না। চলুন দেখে আসি কি থাকছে স্মার্টফোনটিতে :

স্পেসিফিকেশন (Specifications):

১৬৪.৯ মিমি লম্বা, ৭৬.৮ মিমি চওড়া এবং ৯.১ মিমি পুরুত্বের মোবাইলটির ওজন ১৯২ গ্রাম। যেটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ৩টি রঙে দোকানগুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল হালকা সবুজ, হালকা নীল এবং কালো। স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি একটি এইচডি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ২৬৯.

স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট হিসেবে রয়েছে Mediatek এর 12 nm ফেব্রিকেশন এ নির্মিত Helio G36 প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 2.2 GHz ক্লক স্পিড। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 12 এর Go edition, যেটা কিনা Android 13 (Go edition) এ আপগ্রেড করা যাবে। এছাড়া এটির ইউজার ইন্টারফেস হিসেবে MIUI এর সাপোর্ট তো থাকছে, যার ফলে লো বাজেটেও পাবেন দুর্দান্ত এক্সপেরিয়েন্স।

আরো পড়ুন:

মোবাইলটিতে রয়েছে 2GB, 3GB ও 4GB র‍্যাম এর সাথে 32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া এটিতে রয়েছে ডেডিকেটেড মেমরি কার্ড যোগ করার সুবিধা। ডিভাইসটির পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ০.০৮ মেগাপিক্সেলের ডেপ্ত ক্যামেরা। এছাড়া এর সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 5000 mAh এর নন-রিমুব্যাবল ব্যাটারি। ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে ১০ ওয়াট এর চার্জার। যার মাধ্যমে শুন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিটের মতো।

Redmi A2+ ফোনটিতে HSPA 42.2/5.76 Mbps, LTE গতি এর সাথে সর্বোচ্চ 4G নেটওয়ার্ক সুবিধা রয়েছে। ফোনটির প্রধান সিকিউরিটি সিস্টেম হিসেবে রয়েছে ফেইস আনলক ও ফোনটির পিছনের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth 5.0, GPS, FM radio, 3.5mm jack ও microUSB 2.0 এর সাপোর্ট।

দাম (Price):

২০২৩ সালের ১২ ই অক্টোবর Xiaomi Redmi A2+ স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশের বাজারে 3GB+64GB ভেরিয়েন্টটি ৯,৯৯৯ টাকা ও 4GB+64GB ভেরিয়েন্টটি ১০,৯৯৯ টাকা মুল্যে পাওয়া যাচ্ছে। দাম অনুযায়ী মোবাইলটি “ভরসার Redmi এখন সবার” শ্লোগান এর সাথে মিল থাকলেও স্পেসিফিকেশনে কিছু কমতি রয়েই গেছে।

সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button