News

১-২-৩ Samsung Fan Edition সিরিজ কামিং সুন, S23 FE, Tab S9 FE & FE+

বিশ্ব বাজারে এন্ড্রয়েড স্মার্টফোন মার্কেটে সর্বোচ্চ চূড়ায় অবস্থানকারী একমাত্র মোবাইল ব্রান্ড স্যমসাং। স্যমসাং ফ্যানদের জন্য অপেক্ষার অবসান ঘটিয়ে গ্লোবাল মার্কেটে স্যমসাং তাদের ৩ টি Fan Edition ডিভাইস লঞ্চ করেছে আজ। Samsung Galaxy S23 FE, Samsung Galaxy Tab S9 FE ও Samsung Galaxy Tab S9 FE+, এই তিনটি ডিভাইস খুব শীঘ্রই পাওয়া যাবে স্যমসাং অফিসিয়াল স্টোরে। অফিসিয়াল তথ্য অনুযায়ী আজকে লঞ্চ হওয়া এই তিনটি ফ্লাগশিপ ডিভাইস এই মাসের ভিতরেই বিক্রির জন্য রিলিজ করা হবে। তবে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি ডিভাইসগুলো কবে নাগাদ পাওয়া যাবে সে সম্পর্কে তেমন কোনো সঠিক তথ্য পাওয়া যায় নাই।

সর্বোচ্চ হাইপে থাকা Samsung Galaxy S23 FE স্মার্টফোন টি তে ডিজাইনের তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি প্রধান মডেল (Samsung Galaxy S23) এর থেকে। পিছনের ক্যামেরা মডিউলের বাম্প গুলো কিছুটা উচু হয়েছে এবং সেই সাথে ফ্লাস লাইটের অবস্থানের কিছুটা পরিবর্তন ঘটেছে। ক্যামেরা মডিউল এর তিনটি আলাদা আলাদা হাউসিং এ যথাক্রমে ৫০,৮ ও ১২ মেগাপিক্সেল এর সেন্সর রয়েছে। ৮ মেগাপিক্সেল এর টেলিফটো লেন্স টি দিয়ে ৩ গুন অপটিক্যাল জুম ফটো ক্যাপচার করা যাবে। এছাড়াও ডিভাইসটির ফ্রন্টে পাঞ্চ হোল কাট-আউটে একটি ১০ মেগাপিক্সেল এর সেলফি সুটার রয়েছে।

ফোনটিতে ৬.৪ ইঞ্চির একটি Dynamic AMOLED 2X ডিসপ্লে রয়েছে, যেটি গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। এছাড়াও IP68 রেটিং থাকছে ফোনটিতে। ২ টি আলাদা চিপসেট ভেরিয়েন্ট এ পাওয়া যাবে স্মার্টফোনটি, তবে ইন্টারন্যশনালী Exynos 2200 (4 nm) চিপসেট থাকবে ডিভাইসটিতে। ৮ জিবি র‍্যাম এর সাথে ২ টি আলাদা আলাদা স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে। আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সুবিধা থাকছে ডিভাইসটিতে। 4500 mAh ব্যাটারীর সাথে একটি ২৫ ওয়াট এর ফাস্ট চার্জার রয়েছে।

আরো পড়ুন:

অন্যদিকে Samsung Galaxy Tab S9 FE ও FE+ এ যথাক্রমে ১০.৯ ও ১২.৪ ইঞ্চি এর IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে। ২ টি ডিভাইস এ ৯০ হার্জ রিফ্রেস রেট আছে। উভয় ট্যাব-ই এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম এ আসবে সাথে Exynos 1380 (5 nm) প্রসেসর থাকবে।

Samsung Galaxy Tab S9 FE এডিশনের রেয়ারে একটি মাত্র ক্যামেরা রয়েছে যেটি ৮ মেগাপিক্সেল এর ওয়াইড এঙ্গেল লেন্স। অন্যদিকে Samsung Galaxy Tab S9 FE+ এডিশনে ২ টি ক্যামেরা মডিউল আছে, যার প্রতিটি ৮ মেগাপিক্সেল এর ওয়াইড এবং আল্ট্রা-ওয়াইড সেন্সর। তবে প্রতিটি ট্যাবেই ১২ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা রয়েছে। ট্যাব দুইটা সেলুলার কানেক্টিভিটি এর সাথে এসেছে এবং সেই সাথে উভয়-ই ৫জি সাপোর্টেড।

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button