News

Honor Play 50 Plus স্পেসিফিকেশন এবং লঞ্চের তারিখ ফাঁস হয়েছে

Honor Play সিরিজ মিড বাজেটে খুব দুর্দান্ত সব ফিচারের সাথে লঞ্চ হয়। Huawei থেকে আলাদা হওয়ার পর Honor-এ গুগল সার্ভিস পাওয়া যায়। সেই সুবাদে Honor এর স্মার্টফোন গুলো আমাদের দেশেও জনপ্রিয়। সম্প্রতি ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে আগামী ১০ই অক্টবর Honor Play 50 Plus গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে। বাংলাদেশে এটি ২০ হাজার টাকার আশেপাশে পাওয়া যাবে, এমনটা ধারনা করা হয়েছে। লঞ্চের তারিখ, স্পেসিফিকেশন এবং ফোনটির মুল্য সম্পর্কে ফাঁস হওয়া নিউজ থেকে আমরা জানতে পেরেছি এটা খুব শীঘ্রই রিলিজ করা হবে।

Honor Play 50 Plus ফোনটিতে ৬.৭ ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে প্যানেল থাকবে। পাঞ্চ হোল ডিজাইনের ডিসপ্লে টি তে ৯০ হার্জ রিফ্রেশ রেট থাকবে। আই পি এস ডিসপ্লে হলেও এর কালার টোন খুবই ভালো মানের রাখা হবে। ফোনটির বডি গ্রাফিক্স ডিভাইসটির মূল আকর্ষণ। ব্যাক প্যানেল টি গ্লোসি ফিনিশের সাথে রয়েছে অসাধারণ কালার কম্বিনেশান এবং ফেদার টেক্সার। গ্লোসি সিলভার প্যাটার্ন এর ক্যামেরা মডিউল টি ফোনের ডিজাইনটিকে আরো সুন্দর করেছে।

ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ এর মতো একটি পাওয়ারফুল চিপসেট থাকবে। যার ক্লক স্পিড ২.২ গেগা হার্জ। ৭ ন্যানোমিটার ফেব্রিকেশন এর এই প্রসেসর খুব কম ব্যাটারী খরচ করে এবং সেই সাথে এটির পারফর্মেন্স ও অসাধারণ। ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল এর একটি মেইন ক্যামেরা থাকবে, সাথে ২ মেগাপিক্সেল এর একটি ডেপ্ত সেন্সর ও থাকবে। ফ্রন্টে ৫ অথবা ৮ মেগাপিক্সেল এর ওয়াইড সেন্সর থাকতে পারে। ৬ এবং ৮ জিবি র‍্যাম ভেরিয়েন্ট এর সাথে এটিতে মাল্টি স্টোরেজ অপশন থাকবে। ১২৮ জিবি, ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। ডিভাইস টি এন্ড্রয়েড ১৩ এর সাথে গ্লোবাল লঞ্চ হবে এবং Honor এর নিজস্ব ম্যাজিক UI ৬.২ থাকতে পারে।

আরো পড়ুন:

ডিভাইসটির ডিসপ্লে প্যানেল টি আই পি এস হওয়ায় খুব সাধারন ভাবেই বোঝা যাচ্ছে এটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ৬০০০ এম এ এইচ বড় ব্যাটারি থাকবে সাথে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জার। USB Type-C 2.0 পোর্ট সহ যাবতীয় সকল কানেক্টিভিটি অপশন থাকবে। ফোনটি সম্পর্কে আরো জানতে আমাদের সাথেই থাকুন। এছাড়া সকল ধরনের টেক নিউজ পেতে আমাদের সাইট টি ভিজিট করুন।

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button