বাংলা ব্লগ

Realme C15 Qualcomm Edition BD Price and Full Bangla Review

Realme C15 Qualcomm Edition

পৃথিবীর ক্রমশ ডিজিটাল বিশ্বায়নের সাথে সাথে বাংলাদেশও ক্রমশ অগ্রসর হচ্ছে । এরই ধারাবাহিকতায় চলছে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন । আলোচ্য প্রযুক্তি ভাণ্ডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল মুঠোফোন (Mobile Phone)। এই মুঠোফোন বিশ্বকে এনে দিয়েছে মানুষের হাতের মুঠোয় । আর এই মুঠোফোন (Mobile Phone) এর একটি অংশ হল Realme ব্রান্ড । এই Realme ব্রান্ড এর করা ২টি মডেল “রিয়েলমি C15 (Realme C15)” এবং রিয়েলমি C15 কোয়ালকম এডিশন (Realme C15 Qualcomm Edition)।

আজ আমরা রিভিউ করতে চলেছি এই রিয়েলমি C15 কোয়ালকম এডিশন (Realme C15 Qualcomm Edition) সম্পর্কে। 2020 তে বাজারে আসা এই নতুন মডেলটিতে আগের তুলনায় কি কি নতুন সংযোজন করা হয়েছে, কি কি বাদ দেওয়া হয়েছে, প্রসেসর এবং বডি সম্পর্কে, এর সুবিধা ও অসুবিধাসমুহ, আর সর্বোপরী মুঠোফোন (Mobile Phone) কাদের জন্য সবচেয়ে উপযোগী অর্থাৎ কারা কিনবেন সে সম্পর্কে থাকছে আমাদের নিজেস্ব মতামত। তাহলে চলুন শুরু করা যাক…

সংক্ষিপ্ত বিবরন:

Realme C15
Realme C15

2020 সালের নভেম্বর এর শুরুর দিকে বাংলাদেশের বাজারে নতুন লঞ্চ করে “রিয়েলমি C15 কোয়ালকম এডিশন (Realme C15 Qualcomm Edition)”। এর দাম নির্ধারন করা হয়েছে

4GB+64GB12,990 টাকা
4GB+128GB14,490 টাকা
Price

চোখ বুজে বলতে পারি মুঠোফোনটিকে ( Mobile Phone) প্রথমবার দেখলে দ্বিতীয়বার আবার ফিরে তাকাতে হবে। ১২,৯৯০ টাকা দামে এতটা নজরকাড়া ডিজাইন সত্যিই দুর্লভ। বর্তমানে বাংলাদেশের সর্বত্রই মুঠোফোন (Mobile Phone) পাওয়া যাচ্ছে।

বিস্তারিত বিবরন:

ডিজাইন ও বডি:

চায়না কোম্পানি রিয়েলমি (Realme) ২০২০ সালের ০৯ নভেম্বর এ তাদের ব্রান্ড নিউ ফোন রিয়েলমি C15 কোয়ালকম এডিশন (Realme C15 Qualcomm Edition) ঘোষণা করেছিল। এই মডেলটিতে ডিজাইনের দিক দিয়ে কোম্পানি কোন ত্রুটি রাখে নি। সত্যি বলতে ১২,৯৯০ টাকা দামে এতটা প্রিমিয়াম আর নজরকাড়া ডিজাইন খুব কমই দেখা যায়। এর ব্যাক পার্টের ডিজাইনের কারনে মোবাইল ফোনটাকে দেখতে অসাধারন লাগে।

All Side

মোবাইলটির দৈর্ঘ্য 164.5 mm, প্রস্থ 75.9 mm এবং থিকনেস 9.8 mm। যেটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল । এর সামনে গ্লাস এবং বডি প্লাস্টিক দিয়ে তৈরি। এর সামনে অর্থাৎ ডিসপ্লে এর ঠিক উপরে মাঝ বরাবর একটি টাইপ ভি এর নচ রয়েছে এবং ফোনটির পিছনে অর্থাৎ ব্যাকপার্টের উপরে বাম পাশে বর্গাকার আক্ৃতির ক্যামেরা বাম্প বসানো হয়েছে যেটা দেখতে বর্তমান সময় খুবই স্বাভাবিক। এর পাওয়ার অন অফ বাটন ও ভলিউম আপ/ডাউন বাটন ডিসপ্লে এর ডান পাশে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে ব্যাকপার্টের উপরের দিকে সেট করা হয়েছে। যেগুলো আসলেই বেশ সুবিধাজনক স্থানে দেওয়া হয়েছে। ফোনটির নিচের দিকে দেয়া হয়েছে 3.5 mm এর অডিও জ্যাক, মাউতস্পিকার (Mic) এবং লাউডস্পিকার। আর ফোনটির উপরে ফ্রন্ট ক্যামেরার উপরে দেয়া হয়েছে ইয়ারস্পিকার

Power Blue & Power Silver

মোবাইলটি বাজারে 2 টি রঙে পাওয়া যায়। রংগুলি পাওয়ার ব্লু ( Power Blue ) এবং পাওয়ার সিলভার ( Power Silver )।

ডিসপ্লে:

ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন সমৃদ্ধ 16M color সাপোর্টেড ভি-টাইপ নচ যুক্ত ডিসপ্লে । ডিসপ্লেটির 270 এর পিপিআই সহ 720 x 1600 পিক্সেলের রেজোলিউশন রয়েছে যেটা এইচডি প্লাস ডিসপ্লে । ডিসপ্লেটিতে পাবেন স্মুত টাচ রেসপন্স এবং অসাধারন মিডিয়া ভিউএর অভিজ্ঞতা ।

সেন্সর:

Rear Mounted Fingerprint

ফোনটিতে সেন্সর হিসেবে থাকছে অ্যাক্সিলোমিটার, ম্যাগ্নেটমিটার, গাইরো, প্রক্সিমিটি, ফিঙ্গারপ্রিন্ট, জিপিএস ও লাইট সেন্সর। রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটি বেশ নির্ভুল ও দ্রুত কাজ করে। ফেস আনলকও প্রায় সঠিক ও দ্রুত কাজ করে।

নেটওয়ার্ক:

Dual SIM Slot and microSD card Slot

ফোনটিতে রয়েছে একই সাথে ২টা ন্যানো সিম এবং ১টি মাইক্রো এসডি কার্ড ব্যাবহার এর সুবিধা। ফোনটি 3 জি এবং 4 জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা দিবে। তাছাড়া জিপিআরএস এবং ইডিজিই সুবিধাও রয়েছে । এর নেটওয়ার্ক স্পীড হিসেবে থাকছে এইচএসপিএ 42.2 / 11.5 এমবিপিএস, এলটিই-এ। যেটা এই বাজেটের ফোনের জন্য বেশ সুবিধাজনক।

পারফরমেন্স:

Snapdragon 460 (11 nm)

ফোনে অ্যান্ড্রয়েড 10 (Q) কে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাবহার করা হয়েছে । এতে রিয়েলমি এর নিজস্ব ইউআই realme UI 1.0 ব্যাবহার হয়েছে যেটা আপনাকে এক অসাধারন ইউজার ইন্টারফেস এর অভিজ্ঞতা দিবে । এর প্রসেসর হিসেবে কর্টেক্স এর অক্টা-কোর (4 × 1.8 গিগাহার্টজ ক্রিও 240 এবং 4 × 1.6 গিগাহার্টজ ক্রিও 240) প্রসেসর ব্যাবহার করা হয়েছে।

র‌্যাম এবং রম:

রিয়েলমি (Realme) কোম্পানি ( 3 জিবি / 32 জিবি ) এবং( 4 জিবি / 64 জিবি ) এবং( 4 জিবি / 128 জিবি ) -র 3 টি ভেরিয়েন্টে ফোনটি চালু করেছে। গেমিং, গ্রাফিক্স এবং র‌্যামের ক্ষেত্রে মোটামুটি ভাল। সাধারণ গ্রাফিক্স গেমগুলি সহজেই চালানো যায়। তবে বর্তমান এর সেরা গ্রাফিক্স গেম গুলো লো-গ্রাফিক্সে খেললে বেশ ভালো পারফরমেন্স আশা করা যায় অন্যথায় ফ্রেমড্রপ, গরম হওয়া, ল্যাগিং বা হ্যাং সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।

ক্যামেরা:

কোয়াড ক্যামেরা

ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে যার মেইন ক্যামেরা হিসেবে 13 এমপি f/2.2 এপাচার+ 8 এমপি আলট্রা ওয়াইড সেন্সর+ 2 এমপি ম্যাক্র সেন্সর+ 2 এমপি ডেপ্ত সেন্সর সেন্সর যুক্ত ক্যামেরা রয়েছে যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p @ 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন । এছাড়া এর সেলফি ক্যামেরা হিসেবে ফ্রন্ট এ রয়েছে 8 এমপি সেলফি ক্যামেরা যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সেলফি তুলতে পারেন। আপনি সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p @ 30fps ভিডিও রেকর্ড করতে পারেন।

ব্যাটারি:

6000 এমএএইচ ব্যাটারি

মোবাইলটিতে নন-রিমুভয়্যবল লিথিয়াম পলিমার এর 6000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে আপনি গড়ে 155 ঘন্টা অবধি স্বাভাবিক ভাবে চালাতে এবং 18 ঘন্টা নেট ব্রাউজিং করতে পারবেন। পুরো চার্জে, আপনি 3G নেটওয়ার্কে এ প্রায় 35 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারেন। ফোনটি পুরো চার্জের প্রায় 1.4 ঘন্টা সময় নেবে 18W দ্রুত চার্জিং সাপোর্টে।

রিয়েলমি C15 কোয়ালকম এডিশন (Realme C15 Qualcomm Edition) এর বাংলাদেশী দাম :

বাংলাদেশে এই ফোনটির দাম হয়েছে 4GB+64GB- 12,990 Tk টাকা ও 4GB+128GB- 14,490 Tk। বাজেট বিবেচনা করে, আমি আশা করি এটি দুর্দান্ত ফোন হবে।

এবার আসি মূল সুবিধা ও অসুবিধার দিকে…

যে কোন জিনিসের ভাল এবং মন্দ দুইটা দিক থাকে। প্রথমে খারাপ দিকগুলো অর্থাৎ অসুবিধাসমুহ জেনে নেয়া যাক।

অসুবিধাসমুহ:

বডি:

এর বডি প্লাস্টিক এর হওয়ায় এতে সহজে দাগ পড়ে যায় । এজন্য সবসময় ব্যাক কভার ব্যাবহার করুন।

ডিসপ্লে:

এর ডিসপ্লে তে নিম্ন মানের প্রটেক্টিভ গ্লাস দেওয়ায় এর ডিসপ্লে এবং টাচ একটা ঝুকির মধ্যে থাকে ,যেকোনো সময় পড়ে ভেঙ্গে যেতে পারে টাচ ডিসপ্লে । তাই কোনো প্রটেক্টিভ গ্লাস ব্যবহারের অনুরোধ রইল ।

পারফরমেন্স:

বর্তমান এর সেরা গ্রাফিক্স গেম গুলো সাধারন গ্রাফিক্সে খেললে বেশ ভালো পারফরমেন্স আশা করা যায় অন্যথায় ফ্রেমড্রপ, গরম হওয়া, ল্যাগিং বা হ্যাং সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।

সুবিধাসমুহ:

অনেক তো বদনাম শুনলেন এবার ভাল দিকগুলোও জেনে নেওয়া যাক…

ডিজাইন:

এক কথায় অসাধারন। মন জুড়িয়ে যাবার মত ডিজাইন। প্রথমবার তাকালে দ্বিতীয়বার ফিরে তাকানোর মত একটা ডিজাইন।

ডিসপ্লে:

ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন সমৃদ্ধ 16M color সাপোর্টেড ডিসপ্লে । এইচডি প্লাস এবং বড় ডিসপ্লে হওয়ায় ডিসপ্লেটিতে পাবেন অসাধারন এক মিডিয়া ভিউএর অভিজ্ঞতা ।

সাউন্ড:

ফোনটির নিচের দিকে দেয়া হয়েছে ৩.৪ এর অডিও জ্যাক, মাউতস্পিকার (Mic) এবং লাউডস্পিকার। আর ফোনটির উপরে ফ্রন্ট ক্যামেরার উপরে দেয়া হয়েছে ইয়ারস্পিকার, যে গুলোর সাউন্ড কোয়ালিটি সত্যিই প্রশংসনীয় ।

স্টোরেজঃ

এতে থাকছে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ এর সুবিধা

ব্যাটারি:

মোবাইলটিতে নন-রিমুভয়্যবল লিথিয়াম পলিমার এর 6000 এমএএইচ এর বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে আপনি গড়ে 155 ঘন্টা অবধি স্বাভাবিক ভাবে চালাতে এবং 18 ঘন্টা নেট ব্রাউজিং করতে পারবেন। পুরো চার্জে, আপনি 3G নেটওয়ার্কে এ প্রায় 35 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারেন।

📱💦 এছাড়া এতে রয়েছে স্বাভাবিক বা সামান্যতম পানি নিরোধক ব্যাবস্থা।
Splash Resistant

যাদের জন্য এই ফোনটি:

যারা সাধারণ কোন কাজের জন্য বা মিডিয়া ভিউয়ের জন্য বা ইন্টারনেট ব্রাউজিং অথবা, যারা সামান্য গেম খেলার জন্য ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ফোনগুলোর মধ্যে “রিয়েলমি C15 (Realme C15)” একটি । এছাড়া নরমাল গ্রাফিক্স এর গেমিং সুবিধাও থাকছে।

আমার নিজেস্ব মতামত:

আমার মনে হয় এতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটি অনেক ভাল মানের। সব দিক বিবেচনা করে আপনি যদি সাধারণ ব্যাবহারকারী এবং মিডিয়া প্রেমি হন আর দামটা যদি খুব একটা ম্যাটার না করে তবে নিঃসন্দেহে হতে পারে এই মোবাইলটি আপনার পছন্দের শীর্ষে থাকা একটি মোবাইল।

আর আপনি যদি একটি মোবাইল কিনবেন বলে চিন্তা করে থাকেন আর বাজেট যদি হয় এই দামের আশেপাশে তবে চোখ বন্ধ করে এই মোবাইলটি কিনতে পারেন। আশা করি, আপনার মোবাইলটি সম্পর্কিত মনের সমস্ত আশাগুলো এই রিভিউ ব্লগ এর মাধ্যমে পূরন করতে সক্ষম হয়েছি।

দীর্ঘদিন ধরে রিয়েলমি, মোবাইল প্রেমীদের পছন্দের শীর্ষে থাকা একটি নাম। ব্যক্তিগতভাবে রিয়েলমি নাম শুনলে আমার মাঝেও একটা দুর্বলতা কাজ করে। যেহেতু আগেও রিয়েলমির বেশ কয়েকটা মডেল বাজারে এসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সেই ধারাবাহিকতায় এই মোবাইলটিও সকল মোবাইল ব্যাবহারকারীদের মন জয় করে তাদের সুনাম অক্ষুন্ন রেখে সামনের দিকে এগিয়ে যেতে পরবে।

BDPrice.com.bd পরিবারের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমাদের ফেসবুক পেজ BD Price

Related Articles

45 Comments

  1. Realme C15 রিভিউটি খুব সুন্দর হয়েছে। আর্টিকেলটিতে পর্যাপ্ত ইনফর্মেশন ছিল। এত সুন্দর একটি আর্টিকেল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

  2. Pingback: Google
  3. Asking questions are a truly fastidious thing if you are not understanding something totally, however, this piece of writing gives good understanding even.

  4. Hi there! I could have sworn I’ve visited your blog before but
    after looking at many of the articles I realized it’s new
    to me. Nonetheless, I’m certainly delighted I discovered it and I’ll be
    book-marking it and checking back frequently!

  5. I am regular visitor, how are you everybody? This paragraph posted at this site is really nice.

  6. Nice post. I learn something totally new and challenging on blogs I stumbleupon every day.

    It’s always useful to read through articles from other writers and practice something from their websites.

  7. There’s noticeably a bundle to know about this. I assume you made sure good points in features also.

  8. Youre so cool! I dont suppose Ive learn something like this before. So nice to seek out anyone with some original ideas on this subject. realy thank you for beginning this up. this website is something that is needed on the internet, somebody with a little bit originality. helpful job for bringing one thing new to the internet!

  9. Thank you for all your effort on this web page. My niece delights in working on research and it’s really obvious why. My spouse and i know all regarding the compelling means you present insightful items via this website and even inspire response from website visitors about this area of interest so our favorite princess has always been starting to learn a lot of things. Have fun with the remaining portion of the new year. You’re conducting a tremendous job.

  10. Well I sincerely enjoyed studying it. This tip procured by you is very effective for accurate planning.

  11. I precisely needed to thank you very much once more. I am not sure the things I could possibly have carried out without the type of methods documented by you relating to my subject. It had become the hard scenario for me, but observing the specialised way you resolved that forced me to weep over delight. I’m grateful for this work and wish you know what an amazing job you’re doing teaching many people using your web site. Most likely you have never encountered any of us.

  12. I intended to create you that tiny observation so as to say thanks a lot again just for the marvelous tactics you have documented in this article. It has been simply incredibly generous with people like you to allow without restraint what many of us would’ve offered as an e-book in order to make some dough for their own end, even more so considering the fact that you might well have tried it if you ever desired. These concepts likewise worked to provide a fantastic way to fully grasp that many people have a similar desire just as mine to know the truth good deal more in terms of this condition. I think there are some more fun times in the future for individuals that looked at your blog.

  13. I precisely wanted to appreciate you again. I am not sure the things I would have made to happen without these tricks shared by you relating to my subject matter. Completely was the traumatic condition for me, however , being able to view your well-written fashion you managed the issue forced me to weep with delight. Now i am happier for your advice and then expect you recognize what an amazing job you are accomplishing training others all through your web page. I am certain you haven’t encountered all of us.

  14. A lot of thanks for all of your hard work on this blog. My mum delights in setting aside time for investigation and it is easy to see why. Most people notice all relating to the compelling form you provide very helpful thoughts on this web site and as well foster response from visitors about this topic then our own child is in fact learning a great deal. Have fun with the remaining portion of the new year. You’re the one performing a pretty cool job.

  15. I would like to get across my love for your kind-heartedness supporting persons that really want help with this idea. Your real commitment to getting the solution up and down turned out to be amazingly valuable and has continuously made individuals like me to attain their dreams. Your amazing interesting suggestions signifies a great deal a person like me and still more to my office colleagues. With thanks; from all of us.

  16. I together with my friends ended up checking out the nice information and facts found on the website while all of the sudden came up with an awful feeling I never thanked you for those secrets. The people were definitely totally passionate to learn them and have now pretty much been enjoying them. I appreciate you for truly being well helpful as well as for getting certain great themes most people are really eager to understand about. Our own sincere regret for not saying thanks to you earlier.

  17. A lot of thanks for all your work on this site. Kate loves participating in investigation and it is easy to see why. A lot of people notice all regarding the powerful manner you convey vital suggestions on the blog and even invigorate contribution from the others about this concept so our daughter is now learning so much. Take advantage of the remaining portion of the new year. You have been carrying out a fabulous job.

  18. Hello, I enjoy reading through your article post.
    I like to write a little comment to support you.

  19. I precisely had to say thanks again. I am not sure the things I would’ve achieved without the type of secrets provided by you regarding that situation. It had become a very troublesome difficulty in my circumstances, nevertheless considering a new professional avenue you solved that took me to cry with fulfillment. I am happier for your guidance and then sincerely hope you know what a powerful job that you’re doing instructing the others using your webblog. Most likely you’ve never encountered any of us.

  20. What’s up, of course this post is in fact fastidious
    and I have learned lot of things from it about blogging.
    thanks.

  21. I have read so many posts about the blogger
    lovers but this paragraph is really a pleasant paragraph, keep it up.

  22. Hi, i think that i saw you visited my weblog so i came to “return the favor”.I
    am attempting to find things to improve my website!I suppose its ok
    to use a few of your ideas!!

  23. Hi there, yeah this paragraph is really good and I have learned lot
    of things from it regarding blogging. thanks.

  24. It’s appropriate time to make some plans for the future and it’s time to be happy. I’ve read this post and if I could I want to suggest you some interesting things or advice. Maybe you can write next articles referring to this article. I want to read even more things about it!

  25. Great post. I was checking continuously this blog and I am impressed! Extremely helpful information specifically the ultimate section 🙂 I handle such information a lot. I used to be looking for this certain info for a very lengthy time. Thanks and best of luck.

  26. I have read so many content regarding the blogger lovers but this paragraph is genuinely a good post, keep it up.|

  27. Your style is very unique compared to other people I’ve read stuff from.
    Thanks for posting when you’ve got the opportunity, Guess I’ll just book mark this page.

  28. Amazing! Its really amazing post, I have got much clear idea about from this article.

  29. This page certainly has all the information I wanted concerning this subject and didn’t know who to ask. |

  30. If some one wants to be updated with most recent
    technologies then he must be visit this website and be up to date all the time.

  31. Amazing blog! Do you have any tips for aspiring writers?
    I’m hoping to start my own blog soon but I’m a little lost on everything.
    Would you recommend starting with a free platform like WordPress or go
    for a paid option? There are so many options out there that I’m
    completely confused .. Any recommendations? Thanks a lot!

  32. Howdy just wanted to give you a brief heads
    up and let you know a few of the images aren’t loading
    correctly. I’m not sure why but I think its a
    linking issue. I’ve tried it in two different web browsers and both
    show the same results.

  33. Everyone loves it whenever people come together and share thoughts. Great blog, keep it up!

  34. If some one needs to be updated with most recent technologies therefore he must be visit this website and be up to date every day.|

  35. This paragraph is truly a pleasant one it helps new net users, who are wishing in favor of blogging.|

  36. Excellent post. I was checking continuously this blog and I am impressed! Extremely useful info specifically the closing part 🙂 I deal with such info a lot. I was looking for this certain info for a long time. Thank you and good luck. |

  37. I like what you guys are usually up too. This sort of clever work and reporting! Keep up the terrific works guys I’ve incorporated you guys to my blogroll.|

  38. Excellent beat ! I wish to apprentice while you amend your web site, how could i subscribe for a blog web site? The account helped me a acceptable deal. I had been a little bit acquainted of this your broadcast offered bright clear concept|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button