News

OnePlus Open খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে, থাকছে ১৬ জিবি র‍্যাম

সম্প্রতি OnePlus Open ডিভাইসটি স্মার্টফোন রেন্ডারে শীর্ষ অবস্থানে রয়েছে। বিগত কয়েক মাস ধরে এটি বিভিন্ন রকম গুজব ফাঁস করেই চলেছে। তবে বর্তমানে এটার ডিজাইন, ক্যামেরা এবং দাম সম্পর্কে এক বিশেষ তথ্য সামনে এসেছে। সম্প্রতি একজন জার্মান টেক লিকার এর ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে OnePlus Open খুব শীঘ্রই লঞ্চ হবে। এবং সেই সাথে ডিভাইসটির সম্ভব্য কিছু ফিচার সম্পর্কে ও তথ্য পাওয়া গেছে।

OnePlus এর প্রথম ফোল্ডিং ফোন হতে পারে এই OnePlus Open। OnePlus এর OnePlus V Fold নামের একটি ডিভাইস নিয়েও চলছে অনেক জল্পনা-কল্পনা। তবে টেক লিকার এবং নিউজ থেকে এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে OnePlus Open-ই বাজারে আসবে V Fold এর আগে।

OnePlus Open এর নতুন ফাঁস হওয়া রেন্ডার থেকে জানতে পেরেছি ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন এর একদম নতুন চিপসেট Snapdragon 8 Gen 3 থাকবে। তবে এটি এখনো নিশ্চিত নয় যে OnePlus তাদের এই ডিভাইসে Snapdragon 8 Gen 3 দিয়ে বাজারে লঞ্চ করবে কি না!! এই ফোল্ডিং স্মার্টফোনটির ক্যামেরা তে থাকছে এক বড় চমক। ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সাথে ৪৮ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড লেন্স, এবং ৬৪ মেগাপিক্সেল এর অপটিক্যাল জুম লেন্স।

আরো পড়ুনঃ

ডিভাইসটিতে LPDDR5X RAM থাকবে, এবং এটিতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকবে। এটিতে ৭.৮ ইঞ্চির একটি ভাঁজ করা ডিসপ্লে থাকবে, এবং কভার ডিসপ্লে হিসেবে ৬.৩১ ইঞ্চির একটি OLED প্যানেল থাকবে। একটি চাঞ্চল্যকর তথ্য থকে জানা গিয়েছে যে OnePlus Open ফোনটি Samsun g Galaxy Z Fold5 এর থেকে ১০০ ডলার কম মূল্যে বাজারে আসবে। আগামী ১৯ অক্টোবর এ ফোনটি লঞ্চ হবে, এমনটা জানিয়েছে জার্মান টেক লিকার। এটির সম্ভব্য দাম হতে পারে ১৬৯৯ ডলার।

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button