ReviewTech News and Reviewsবাংলা ব্লগ

Realme C67 অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে, কি থাকছে ফোনটিতে?

Realme C67 officially launched in Bangladesh, what's in the phone?

দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজেট রেঞ্জের ফোন Realme C67 এখন বাংলাদেশে

যেখানে আলোচনা কম দামে সেরা সব ফিচারসহ স্মার্টফোনের, সেখানে রিয়েলমি এর নাম থাকবে না এটা হতেই পারে না। ঠিক তেমনই আজকে অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রিয়েলমি তাদের বাজেট ফোন Realme C67 বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে। অসাধারন ডিজাইন, শক্তিশালী প্রসেসর, হাই রিফ্রেশরেট সহ ফুল এইচডি ডিসপ্লে, অসাধারন ক্যামেরা, ফাস্ট চারজিং সহ পাওয়ারফুল ব্যাটারি সহ Realme C67 স্মার্টফোনটি পাওয়া যাবে মাত্র ২২,৯৯৯ টাকা মুল্যে। তবে চলুন বিস্তারিত দেখি কি কি থাকছে ফোনটিতে…

Realme C67 officially launched in Bangladesh, what’s in the phone?

Models:Realme C67 4G
Price in Bangladesh:8GB/128GB – 22,999 Taka

স্পেসিফিকেশন (Realme C67 4G Specifications):

বডি ও ডিজাইন:

১৬৪.৬ মিমি লম্বা, ৭৫.৪ মিমি চওড়া এবং ৭.৬ মিমি পুরুত্বের এই মোবাইলটির ওজন মাত্র ১৮৫ গ্রাম। এই বাজেটে স্মার্টফোনটা বেশ স্লিম ও ওজনেও হালকা ফলে ফোনটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ২টি রঙে দোকানগুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল Sunny Oasis (সানি অয়াসিস) ও Black Rock (ব্ল্যাক রক)। স্লিম ও হালকা ওজনের হওয়া সত্ত্বেও স্মার্টফোনটিতে রয়েছে IP54 রেটিং (ধুলো এবং স্প্ল্যাশ বা পানি প্রতিরোধী)।

ডিসপ্লে:

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭২ ইঞ্চির 16M colors সাপোর্টেড একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি একটি ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজুলেশন এর একটি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ৩৯২. ডিসপ্লে প্যানেলটি 90Hz রিফ্রেশ রেট সমর্থিত। এছাড়া ডিসপ্লেটিতে রয়েছে ডায়নামিক আইস ল্যান্ড ফিচার যার নাম রিয়েলমি দিয়েছে “মিনি ক্যাপসুল ২.০ (Mini Capsule 2.0)“। বিভিন্ন নোটিফিকেশন এর সাথে বিভিন্ন লুক এর সাথে আপনার সামনে উপস্থিত হবে। এছাড়া ডিসপ্লে প্যানেলটিতে 800 nits (typ) ও 950 nits (HBM) ব্রাইটনেস।

প্রসেসর ও অপারেটিং সিস্টেম:

স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং কাস্টম ইউআই হিসেবে রয়েছে Realme UI এর সাপোর্ট। স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা, প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm এর 6nm ফেব্রিকেশন এ নির্মিত Snapdragon 685 প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 2.8 GHz Cortex ক্লক স্পিডের কোর, যার ফলে ইউজার এক্সপেরিয়েন্স হবে দুর্দান্ত

স্টোরেজ:

স্মার্টফোনটি ৮জিবি র‍্যাম ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। তবে ইন্টারনাল স্টোরেজ থেকে কিছু স্টোরেজকে র‍্যাম হিসেবে যোগ করার সুযোগ তো থাকছেই। স্মার্টফোনটি মোট৮জিবি+১২৮জিবি৮জিবি+২৫৬জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে বাইরে থেকে সর্বোচ্চ 2TB অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ। বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার জন্য রয়েছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট।

ক্যামেরা:

ফোনটির পিছনের দিকে রয়েছে দুটি ক্যামেরা ও একটি এলইডি লাইট এর ক্যামেরা মডিউল। উপর থেকে প্রথম ক্যামেরাটি একটি ১০৮ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা। সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় ক্যামেরাটি ২ মেগাপিক্সেল রেজুলেশন এর দেপ্ত ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

ডিসপ্লে এর উপরের দিকে একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল রেজুলেশন এর একটি ওয়াইড ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

ব্যাটারি:

স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 5000 mAh এর নন-রিমুব্যাবল ব্যাটারি। এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে ৩৩ ওয়াট সুপারভক (Supervooc) চার্জার। যার মাধ্যমে শুন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা এর মতো।

সেন্সর ও সিকিউরিটি:

ফোনটিতে অ্যাক্সিলোমিটার, জায়রো-স্কোপ, প্রক্সিমিটি, কম্পাস এবং লাইট সেন্সর রয়েছে। প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে মোবাইলটিতে থাকছে ডিভাইসটির ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন। স্মার্টফোনটিকে আরো স্মার্ট করতে এতে থাকছে ৩৬০ ডিগ্রির NFC সাপোর্ট ও বেশ কিছু লোকেশন ব্যান্ড GPS, GALILEO, GLONASS, QZSS, BDS.

নেটওয়ার্ক ও কানেক্টভিটি:

ডিভাইসটিতে রয়েছে ডুয়াল সিম (ন্যানো-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)। ফোনটি ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth, GPS, FM radio, USB type-C 2.0, ও sual stereo speakers এর সাপোর্ট।

দাম (Realme C67 4G Price in BD):

Realme C67 স্মার্টফোনটি ২০২৪ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশের বাজারে 8GB/128GB ভেরিয়েন্টটি ২২,৯৯৯ টাকা মুল্যে পাওয়া যাচ্ছে। দাম বিবেচনায় মোবাইলটিতে স্পেসিফিকেশনে কিছু কমতি নেই বললেই চলে। সুতরাং, দাম বিবেচনায় ফোনটি হতে পারে একটি সাধ্যের মধ্যে সেরা স্মার্টফোন।

এছাড়াও, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আমরা ফোনটির কিছু সুবিধা এবং অসুবিধার তালিকা করেছি।

Pros (সুবিধা):

  • 6.72-ইঞ্চির বড় ডিসপ্লে
  • 90Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে
  • 108MP প্রধান ক্যামেরা
  • Snapdragon 685 এর 2.8 GHz প্রসেসর
  • Li-Po 5000 mAh ব্যাটারি
  • 33W দ্রুত চার্জিং ক্ষমতা
  • সর্বোচ্চ ৮জিবি র‍্যাম ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ
  • 360˚ NFC সমর্থিত

Cons (অসুবিধা):

  • প্লাস্টিক বিল্ড কোয়ালিটি
  • 8MP সেলফি ক্যামেরা
  • 5G সমর্থিত নয়

সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button